আ.লীগ নেতা কাঞ্চন বহিষ্কার হয়নি ।।। আজিজুল ইমাম চৌধুরী

আ.লীগ নেতা কাঞ্চন বহিষ্কার হয়নি ।।। আজিজুল ইমাম চৌধুরী

আ.লীগ নেতা কাঞ্চন বহিষ্কার হয়নি ।।। আজিজুল ইমাম চৌধুরী

এএনবি (দিনাজপুর) ঃ দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনকে দল থেকে বহিষ্কার করা হয়নি বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী। তিনি বলেন এ ধরনের খবর সঠিক নয়  এবং এসব বিভ্রান্তিকর সংবাদ কারোরই জন্য কাম্য নয়।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জেলা মুখপাত্র আজিজুল ইমাম চৌধুরী আজ শনিবার আমাদের প্রতিনিধিকে জানান, কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও রাষ্ট্রীয় প্রমাণ ছাড়া দল থেকে বহিষ্কার করা সম্ভব নয়। অভিযুক্ত ব্যক্তিকে আগে কারণ দর্শানো নোটিশ দিয়ে যথাযথ উত্তর পাওয়া না গেলে দল তাকে বহিষ্কার করতে পারে। আমরা এখনো এ ধরনের কোন নোটিশ প্রদান করিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনকে। সেক্ষত্রে বহিষ্কারের প্রশ্নই আসেনা । এ ধরনের সংবাদ বিভ্রান্তিকর।

যেহেতু দিনাজপুর জেলা আওয়ামী সেচ্ছা সেবক লীগের নেতা আবু ইবনে রজ্জবকে কেন্দ্রীয় ভাবে দল থেকে সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েছে এবং সিআইডি তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে, তাই তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা প্রশাসনকে চিঠি দিয়েছি।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির গত ১৮ তারিখের সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেহেতু, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ইতোমধ্যেই আবু ইবনে রজ্জবকে দিনাজপুর জেলা শাখার সভাপতি পদ থেকে অব্যাহতি পত্র পাঠিয়েছেন। 

দিনাজপুর জেলা আওয়ামী লীগের জরুরি সভায় দলের শৃঙ্খলা রক্ষা, কোভিট ১৯ মোকাবিলয় নিরলস পরিশ্রম এবং সর্বত্র সর্বোচ্চ ন্যায় বিচার নিশ্চিতকরণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সকলকে সর্বদা সুনির্দিষ্ট নির্দেশনা প্রদানে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

জরুরি সভায় জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন।