এবার ব্রিটেনের ৫০০ সার্ভারে সাইবার হামলা

এবার ব্রিটেনের ৫০০ সার্ভারে সাইবার হামলা

এবার ব্রিটেনের ৫০০ সার্ভারে সাইবার হামলা

এএনবিঃ ব্রিটেনের প্রায় ৫০০ ই-মেইল সার্ভার সাইবার হামলার শিকার হতে পারে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইস্ট । সাইবার হামলার শিকার হয়েও অনেক প্রতিষ্ঠান তা জানে না।

যুক্তরাজ্য সরকার সার্ভারের নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিলে এ তথ্য উঠে আসে।

নরওয়ের প্রতিষ্ঠান ইস্ট আরও জানায়, বিশ্বজুড়ে ১১৫টি দেশের বেশকিছু প্রতিষ্ঠানকে টার্গেট করেছে হামলাকারীরা। এরইমধ্যে ৫ হাজার প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এতে যথেষ্ট ক্ষতি হয়েছে। জানা যায় যে, কমপক্ষে দশটি হ্যাকিং টিম এই হামলা চালায়।

ব্রিটেনের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র হামলার বিষয়ে সতর্ক এবং পরবর্তী পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করেছে।

এদিকে মাইক্রোসফট গত ২ মার্চ প্রথম হ্যাকিংয়ের বিষয়টি গণমাধ্যমে তুলে ধরে । প্রতিষ্ঠানটি জানায় চীনা সরকার-সমর্থিত হাফনিয়াম নামে একটি দল তাদের মেইল সার্ভারে এ হামলাটি চালিয়েছে।

মার্কিন এই প্রযুক্তি জায়ান্টের মতে, সম্পূর্ণ ভিন্নধর্মী পদ্ধতি অবলম্বন করে হামলাটি চালানো হয়েছে।

এদিকে, সাইবার গবেষণা প্রতিষ্ঠান ফায়ারআই জানায়, তারা চীনা সরকার-সমর্থিত বেশ কয়েকটি বহুমুখী গ্রুপ শনাক্ত করেছে, যারা সার্ভারের ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে।