এমএসএস আই কেয়ার প্রোগ্রামের আই ক্যাম্প কার্যক্রম বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ১৪১০ জন অসহায় মানুষ
এমএসএস আই কেয়ার প্রোগ্রামের আই ক্যাম্প কার্যক্রম বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ১৪১০ জন অসহায় মানুষ

এএনবি পঞ্চগড় প্রতিনিধিঃ করোনা মহামারীর জন্য কিছুদিন বন্ধ থাকার পর আবার দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর চক্ষুসেবার জন্য কাজ করছে মানবিক সাহায্য সংস্থা। বিনা মূল্যে চক্ষুসেবা পৌঁছে দিতে ‘এমএসএস-আই কেয়ার প্রোগ্রাম’ ও ‘সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন, ঠাকুরগাঁও’ সম্মিলিতভাবে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ৮টি স্থানে ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত নয়নতরী- ভ্রাম্যমাণ আই ক্লিনিকের মাধ্যমে ৮ দিন ব্যাপী বিনা মূল্যে চক্ষুসেবা কর্মসূচি পরিচালিত করে।
এই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদ, বাালুর হাট- রায়পুর ইউনিয়ন পরিষদ, আখানগর, বড় খোচাবাড়ি- জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ, গড়েয়া ইউনিয়ন পরিষদ, লোহাগাড়া- পীরগঞ্জ এবং পঞ্চগড় জেলার আটোয়ারি-তোরিয়া ইউনিয়ন পরিষদ ও বোদা- পাঁচপীর ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ১৪১০ জন রোগীকে বিনা মূল্যে বিভিন্ন প্রকারের চক্ষু সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে চশমা দেওয়া হয়েছে ৩৮৯ জনকে, বøাড প্রেসার ও সুগার পরীক্ষা টেস্ট করা হয়েছে ৪১৪ জনের, ছানি সনাক্ত করা হয়েছে ১৯২ জনের।
মানবিক সাহায্য সংস্থা- এর আই কেয়ার প্রোগ্রাম ২০১৪ সাল থেকে প্রায় দুই শতাধিক ভ্রাম্যমাণ আই ক্যাম্পের মাধ্যমে এক লক্ষ বিশ হাজারের অধিক প্রান্তিক ও দরিদ্র চক্ষু রোগীকে বিনা মূল্যে চক্ষুসেবা প্রদান করেছে।