ব্রিটেনকে হুঁশিয়ারি চীনের
ব্রিটেনকে হুঁশিয়ারি চীনের

এএনবি (আন্তর্জাতিক ডেস্ক) ঃ হংকং ইস্যুতে চীনের বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাজ্য। চীনা কোম্পানি হুয়াইকে দেয়া ৫জি নেটওয়ার্ক স্থাপনের চুক্তিটিও তারা বাতিল করেছে। এসবের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নষ্ট করার পথে ধাবিত হচ্ছে যুক্তরাজ্য। এর মূল্যও তাদের দিতে হবে বলে হুঁশিয়ারি করেছেন লন্ডনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ শাওমিং।
তিনি বলেন, যুক্তরাজ্যের এমন আচরণ দুই দেশের সম্পর্কে বিষ ঢেলে দিয়েছে। কিছু ব্রিটিশ রাজনীতিবিদ এখনো কোল্ড ওয়ার (ঠাণ্ডা যুদ্ধ) আমলের বিশ্বাস বহন করেন। তারা চীনকে এখনো আতঙ্ক মনে করে রাজনীতি করছেন। তাদের বিশ্বাস, চীন একটি অরাজকতার দেশ।
তিনি আরো বলেন, সেসব রাজনীতিবিদ এখন চাইছেন চীনের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করতে। তারা আমাদের বিরুদ্ধে নতুন যুগের কোল্ড ওয়ার চালু করতে চান।
আল আরাবিয়ার বরাতে জানা যায়, সম্প্রতি ব্রিটেনে ৫জি নেটওয়ার্ক স্থাপনকে ঘিরে মত পাল্টানো শুরু করে যুক্তরাজ্য সরকার। তারা চীনভিত্তিক হুয়াই কোম্পানির বিকল্প বিভিন্ন জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে এই কাজের জন্য যোগাযোগও শুরু করে দিয়েছে। বেশ কয়েকটি জাপানি কোম্পানির সঙ্গে তাদের আলোচনাও অনেক দূর এগিয়ে গেছে।
এর আগে জুলাই মাসের শুরুতে স্বশাসিত হংকংকে নতুন জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আনে চীনের কেন্দ্রীয় সরকার। যা হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের বিক্ষোভ ও বাক-স্বাধীনতা দমনে চীনের পক্ষ থেকে নেয়া সর্বশেষ উদ্যোগ। এই আইন কার্যকরের পরই পশ্চিমা রাষ্ট্রগুলো চীনের বিপক্ষে অবস্থান নিতে শুরু করে।